স্বস্তি মোবাইল ক্রেডিট কার্ড (MCC)
বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের তাৎক্ষণিক অর্থের প্রয়োজন মেটাতে বিডিজবস ডটকম চালু করেছে মোবাইল-ভিত্তিক জরুরি ঋণ সেবা স্বস্তি – মোবাইল ক্রেডিট কার্ড (MCC)। মাত্র একটি এসএমএস পাঠিয়েই গ্রাহক ৩,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মুহূর্তেই পেতে পারেন, যা মোবাইল ব্যাংকিং এজেন্ট বা এটিএম থেকে উত্তোলন করা যায়। এই দ্রুত এবং সহজলভ্য সেবা মানুষের চিকিৎসা, স্কুল ফি, এবং গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানের মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে সাহায্য করে—যেখানে প্রচলিত ব্যাংকিং সুবিধা পৌঁছায় না। উদ্ভাবনী এই উদ্যোগের জন্য স্বস্তি অর্জন করেছে ভারতের মর্যাদাপূর্ণ এমবিলিয়নথ অ্যাওয়ার্ড – ২০১৪, যা জরুরি ঋণকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে এর অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়।


এমসিসি (মোবাইল ক্রেডিট কার্ড) প্রকল্পটি জাতীয় এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়, যেখানে রকেট (ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম) ছিল পেমেন্ট গেটওয়ে সরবরাহকারী। এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে, যেখানে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উদ্বোধন করেন।