ক্ষুদ্রঋনদানকারী প্রতিষ্ঠানসমূহ যেমন সমবায় সমিতি (Cooperative), এমএফআই (MFI), এনজিও (NGO)- থেকে যখন কেউ ঋণ নিতে চায় বা সঞ্চয় জমা করতে চায় তখন তার প্রথম ধাপই হলো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সদস্য হিসেবে ভর্তি হওয়া। স্বস্তিতে খুব সহজেই আপনি কোনো সদস্যকে ভর্তি করতে পারবেন। এই ভর্তির সাথে সাথে অটোমেটিকালি ভর্তি ফি, পাসবই ফি নিয়ে নেয়ার সিস্টেম স্বস্তিতে রয়েছে, আবার আপনি চাইলে এটি মেনুয়ালিও এন্ট্রি দিতে পারবেন। ভর্তি ফর্মে রয়েছে বিশেষ কিছু ফিচার যার মধ্যে অন্যতম হলো সদস্যের জাতীয় পরিচয়পত্র ডুপ্লিকেট চেকিং, (যে জাতীয় পরিচয়পত্র দিয়ে সদস্য ভর্তি করাচ্ছেন সেটি দিয়ে আগে কেউ বা সেই সদস্যই ভর্তি হয়েছিলো কিনা তা চেক করে সফটওয়্যার নোটিফিকেশন দিবে, একই ভাবে মোবাইল নাম্বার দিয়েও এই ডুপ্লিকেট চেকিং করা যায়)। ছাড়াও সদস্য ভর্তির জন্য সর্বনিম্ন বয়স চেক করার সুবিধাও রয়েছে। এই সদস্য ভর্তির সাথে সাথেই আনুষঙ্গীক রিপোর্টগুলি আপডেট হয়ে যাবে