ঋণদানকারী সমবায় সমিতি'র জন্য প্রথম এপসভিত্তিক সফটওয়্যার Swosti-CoopBank247.

Who we are

Swosti Ltd. is sister concern of Bdjobs.com Ltd. We started our journey in 2010 with Mobile based emergency loan system. 

What we do

We are experienced and knowledgeable in Micro-credit sector. We brought 1st Mobile App based MC Management system in Bangladesh.

How we do

We do things one at a time. We work and research till we find the end of the problem…solution to which brings swosti to our clients. 

Our Aim

Bringing smile to the Millions through efficient and user-friendly digital solution. 

Swosti-CoopBank247 কি?

ঋণদানকারী সমবায় সমিতির কার্যক্রমকে সহজতর ও গতিশীল করার জন্য বিডিজবস.কমএর অংগপ্রতিষ্ঠান স্বস্তি (Swosti Ltd.) একটি সমন্বিত সফটওয়্যার হলো Swosti-CoopBank247স্বস্তির প্রায় ১০বছরের মাইক্রোক্রেডিট সফটওয়্যারএর (Micro-credit software application) কার্যক্রম পরিচালনার সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরী করা হয়েছে CoopBank247 এটি ঋণ ও সঞ্চয় কার্যে নিয়োজিত সমবায় সমিতি, কোঅপারেটিভ প্রতিষ্ঠানের কাজে ব্যবহ্রত হচ্ছেমূলত: মাঠের কাজ মাঠেই সম্পন্ন করার জন্য একটি মোবাইল এপস্ভিত্তিক সমন্বিত ঋণ ও সঞ্চয় হিসাব ব্যবস্থাপনা পদ্ধতি হলো CoopBank247 । 

মোবাইলকে ব্যবহার করে দেশে প্রথমবারের মতো এদেশের ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ী প্রতিষ্ঠানের জন্য কাগজবিহীন প্রযুক্তি নিয়ে আসে স্বস্তি। স্বস্তি’র এই প্রযুক্তি মাঠপর্যায়ে ক্ষুদ্রঋনের জটিল কর্মকান্ডকে করে তোলে সহজতর, গতিশীল ও সুলভ। তারই স্বীকৃতি স্বরূপ ইউকেএইডের আর্থিক প্রক্ল্প বিএফপি,বি (BFP,B - Business Finance for the Poor, Bangladesh) স্বস্তি’কে বিশেষ সম্মাণনা প্রদান করে।

প্রধান ফিচারসমূহ (Salient Features)

কেন আপনার সংস্থায় Swosti-CoopBank247 ব্যবহার করবেন?

১.  কাগজবিহীন প্রক্রিয়া:  Swosti-CoopBank247 দেশের প্রথম এপস্-ভিত্তিক, কাগজ-বিহীন ঋণ-সঞ্চয় কার্যক্রম। এখানে সমবায়-সমিতি’র কর্মীরা মাঠেই বা সদস্য’র কাছ থেকে কিস্তি’র টাকা গ্রহন করার সাথে সাথেই লেনদেনের হিসাব মোবাইলে সফটওয়্যারে এন্ট্রি করতে পারবেন। আলাদা করে কোন কাগজের আদায় বইয়ে এন্ট্রি করার প্রয়োজন পড়ে না। ফলে মাঠের কাজ মাঠেই শেষ হয়ে যায়, তাৎক্ষণিকভাবে – আলাদা করে কোন হিসাবরক্ষকের প্রয়োজনও পড়ে না।

২.  সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি:   ফিল্ডে কালেকশনের এন্ট্রি হবার সাথে সাথেই সফটওয়্যারের সবগুলি মডিউলেই অটোমেটিক তথ্য বা ডাটা আপডেট হয়ে যায়। আপনাকে নতুন করে রিপোর্ট’এর জন্য আলাদা করে কোন এন্ট্রি বা প্রসেস চালানোর দরকার নাই। আপনি অফিসে বা ঘরে বসেই তাৎক্ষণিকভাবে সর্বশেষ তথ্যাবলী জানতে পারবেন। ফলে, আপনার অফিসে লোকবলও কমে যাবে।

৩.  অনলাইন ও অফলাইন যেকোনভাবেই ডাটা এন্ট্রি করতে পারবেন:   Swosti-CoopBank247-এর মাধ্যমে অফলাইন অবস্থায় আপনার মাঠকর্মী ইনটারনেট ছাড়াই ডাটা বা ট্রানজাকশন এন্ট্রি করতে পারবেন। এবং, পরবর্তীতে সার্ভারে আপলোড করতে পারবেন।

৪.  ওয়েব ভার্সন:   মোবাইল এপস্ ও কম্পিউটার-বেজড্ ওয়েবসিস্টেম দুইটি ভার্সন যুগপৎভাবে চালু থাকার কারনে আপনি অফিসের সাধারন কম্পিউটার দিয়েও আপনার সফটওয়্যারের কার্যক্রম বাধাহীনভাবে পরিচালনা করতে পারবেন।

৫.  তথ্য আদান-প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা:   ব্যবহারকারী ও সার্ভারের যোগাযোগের সময় তথ্যের কোনরকম ব্যত্যয় রোধে সিকিউরড্ সকেট লেয়ার প্রটোকলের (SSL) মাধ্যমে এনক্রিপশন (Encryption) করে সর্বোচ্চ নিরাপত্তার বিধান করা হয়েছে।

৬.  স্বয়ংক্রিয় তথ্য সংরক্ষনব্যবস্থা:   সিস্টেমের অটো-ব্যাকআপ ব্যবস্থাপনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্যের ব্যাকআপ সংরক্ষণ করা হয়। এরফলে ডাটালসে’র সম্ভাবনাকে রহিত করা হয়েছে।

৭.  সমন্বিত রিপোর্টসমূহ:   স্বস্তি সিস্টেমে একাধিক শাখা ও প্রধান কার্যালয়ের জন্য প্রযোজ্য রিপোর্টসমূহের কনসলিডেশন স্বয়ংক্রিয়ভাবে, তাৎক্ষণিকভাবে হাল-নাগাদ হয়ে থাকে। ম্যানুয়ালী আর কিছু করার প্রয়োজন নাই।

৮.  সহজ ভুল সংশোধন প্রক্রিয়া:   যারা ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করেন, তাঁরা জানেন যে, প্রতিদিনের লেনদেন বা ডাটা-এন্ট্রিতে ভুল হয়ে যাওয়া টা একটা নিত্য-নৈমিত্তিক ব্যাপার। CoopBank247-এ রয়েছে ভুল সংশোধনের জন্য সহজ ফরম, যার মাধ্যমে অফিসের দায়িত্বপ্রাপ্ত যেকেউ ভূল সংশোধন করতে পারবেন এবং সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবেই সঠিক ভাউচারও তৈরী হয়ে যাবে।

৯.  লেন-দেন সংক্রান্ত ক্ষুদেবার্তা:   প্রতিটা লেনদেনের পরে সিস্টেম থেকে অটোমেটিক ক্ষুদেবার্তা (SMS) প্রদানের ব্যবস্থা রয়েছে – সদস্য কবে কত টাকা কিস্তি প্রদান করলেন, কত টাকার সেভিংস উত্তোলন করলেন, কত টাকা লোন উত্তোলন করলেন ইত্যাদি তথ্যাবলী বাংলায় দেখতে পারবেন। আধুনিক ব্যাংকিং-এর মতো এই লেন-দেন নিশ্চিতকরন ক্ষুদেবার্তা মাঠপর্যায়ে অর্থ লেন-দেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

১০. নতুন সদস্য ভর্তি করুন খুবই সহজে:   CoopBank247-এর মাধ্যমে সদস্য’র অফিস, বাসা, দোকান অথবা সমিতিতে বসেই তাৎক্ষণিকভাবে ছবি তুলে, ভোটার আইডি কার্ড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্যাবলী আপলোড করুন খুব সহজেই।

১১. অভিজ্ঞতাসম্পন্ন সফটওয়্যার ও টিম: মাইক্রো-ক্রেডিট, লেন-দেন, মোবাইল এপস, ওয়েবসহ ক্ষুদ্রঋণের কার্যক্রমসংক্রান্ত অভিজ্ঞতা স্বস্তি’র অনেকবছরের। এই সেক্টরের জ্ঞানলব্ধ বিশেষ অভিজ্ঞতা, সুদক্ষ সফটওয়্যার টিম ও হাসিমুখে সদাপ্রস্তুত অপারেশন টিম স্বস্তি’কে প্রদান করেছে এক অন্যন্য উচ্চতা। স্বস্তি’তে ‘কাস্টমার ইজ কিং’ (Customer is King!)

১২. সফটওয়্যার খরচ আপনার আয়ত্বাধীন:  Swosti-CoopBank247 সফটওয়্যার ব্যবহারের জন্য মূলত: ২(দুই) ধরনের ফি প্রযোজ্য – এককালীন ফি ও  মাসিক চার্জ। সফটওয়্যার সেটআপ, কাস্টমাইজেশন, ডাটা-মাইগ্রেশন সহ অন্যান্য আনুষঙ্গিক বেশকিছু কাজ সম্পাদনের জন্য এককালীন ফি প্রযোজ্য। আর, সফটওয়্যার ব্যবহারের জন্য প্রতিমাসে মাসিক ফি প্রযোজ্য হবে। আপনি হয়তো মনে করছেন এতকিছু সুবিধা, না জানি ফি কত হবে? স্বস্তি’র ফি নিয়ে মোটেই দুশ্চিন্তার কিছু নেই, এটা আপনার সাধ্যের মধ্যে। ফি নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

১৩. সর্বপোরি, এদেশের সমবায় সমিতি, কোঅপারেটিভ ব্যবসা যাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রচলিত তাদের জন্য একটি সমন্বিত ও সময়োপযোগী সফটওয়্যার হলো Swosti-CoopBank247. যেহেতু, ক্ষুদ্রঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বর্তমানে আধুনিক সফটওয়্যারের কোন বিকল্প নাই, আপনার সফটওয়্যার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আমাদের সাথে অবশ্যই একবার কথা বলুন।

সমবায় সমিতি (Cooperatives) কি?

অনেক আগে পাঠ্যবইয়ের একটা অধ্যায়ে সমবায়-সমিতি সম্পর্কে ধারনা পেয়েছিলাম। যদি ভুল করে না থাকি তবে বইয়ের ঘটনাটা কুমিল্লা কেন্দ্রিক। যেখানে একই মহল্লার কিছু মানুষ তাঁদের নিজস্ব প্রয়োজনে একত্রিত হয়, নিয়মিত ভিত্তিতে সঞ্চয় জমাতে থাকে। মানুষগুলি ছিল কিছুটা শিক্ষিত। এই জমানো সঞ্চয় পরবর্তীতে সদস্য’র প্রয়োজনে যেমন পারিবারিক জরুরী প্রয়োজনসহ ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহ্রত হতে থাকে। আমি অবশ্য জানিনা, কুমিল্লা থেকেই সমবায়-সমিতি’র ধারণা কিনা; কিন্তু, সমবায়-সমিতি মূলত: এরকমই। পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে, তাকে সমবায় সমিতি বলে। সমবায়-সমিতি বিভিন্ন রকমের হতে পারে – উৎপাদক সমবায়-সমিতি, ভোক্তা, ঋণদান, বহুমুখী সমবায়-সমিতি ইত্যাদি।

বাংলাদেশে ঋণদান সমবায় সমিতি

এদেশে সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে অনেকেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছে ।

বাংলাদেশকে বলা যেতে পারে ক্ষুদ্রঋণের সূতিকাগার। গ্রুপ বা সমিতি ভিত্তিক ঋণদান পদ্ধতি ক্ষুদ্র-ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি’র (এমএফআই বা Micro Finance Institution ) কাছে খুবই একটি জনপ্রিয় পদ্ধতি। ঋণদানের মাধ্যমে সদস্যদের আর্থিক ও ব্যবসায়িক সফলতা আনয়নে এমএফআই-এর মতো সমবায় সমিতিগুলিও এদেশে যথেষ্ট অগ্রগামী। যেসকল সমবায় সমিতি কেবলমাত্র ঋণ দেয়া ও সঞ্চয় গ্রহন করাকেই তাদের প্রাথমিক দ্বায়িত্বের মধ্যে ফেলে তারা হলো ঋণদান সমবায় সমিতি (বা ইংরেজিতে Credit Cooperatives)আমাদের সফটওয়্যারটি মূলত: সেসকল সমবায় সমিতি’র কার্যক্রমের জন্য প্রযোজ্য যারা সদস্যদের ঋন ও সঞ্চয় নিয়ে কাজ করে।

নিবন্ধিত সমবায় সমিতি (Registered Cooperatives)

বাংলাদেশে সমবায় কার্যক্রম পরিচালনার জন্য সরকারী নিবন্ধন বাধ্যতামুলক।

  • সাংগঠনিক শ্রেণীকরণ

২০ (কুড়ি) বা ততোধিক ব্যক্তি একত্রিত হলে জেলা সমবায় অফিসে আবেদন করে প্রাথমিক সমবায় সমিতি হিসেবে নিবন্ধন করতে পারবেন। একটি অঞ্চলে একই উদ্দেশ্য সংবলিত নূন্যতম ১০ (দশটি) প্রাথমিক সমিতি একই উদ্দেশ্য সাধনে নিবন্ধিত হয়ে কেন্দ্রিয় সমবায় সমিতি গঠন করতে পারে। অপরদিকে জাতীয় সমবায় সমিতি গঠনের জন্য প্রয়োজন নূন্যতম ১০ (দশটি) কেন্দ্রীয় সমবায় সমিতি।

  • সাধারণ শ্রেণীকরণ 

উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি ও ঋণদান সমবায় সমিতি।

  • কার্যভিত্তিক শ্রেণীকরণ

কৃষি সমিতি, ক্রয় সমিতি, বিক্রয় সমিতি, গৃহনির্মাণ সমবায় সমিতি, বীমা সমবায় সমিতি, বহুমুখী সমবায় সমিতি।

  • দায়ের প্রকৃতি ভিত্তিক শ্রেণীকরণ

অসীম দায় সমিতি, সসীম দায় সমিতি।

  • সাংগঠনিক কমিটি 

প্রতিটি সমবায় সমিতি তার নিজস্ব সাংগঠনিক কমিটি কর্ত্বক পরিচালিত হয়; যার ন্যূনতম সদস্য সংখ্যা ৬জন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা ১২জন।

ক্ষুদ্রঋণ সমবায় সমিতিগুলি এদেশে কি কি প্রতিবন্ধকতার সম্মুক্ষীন হচ্ছে?

  • মাঠ পর্যায়ে কিস্তি আদায়ে জটিলতা
  • দক্ষ কর্মীর অপ্রতুলতা
  • ঋণ ও সঞ্চয় প্রোডাক্টের বিভিন্নতা
  • ব্যবসার ধরনে বিভিন্নতা
  • বিক্ষিপ্ত ও দূরবর্তী ভৌগলিক লোকেশনে সদস্যদের অবস্থান
  • যথেষ্ট পেশাদারী মনিটরিং ও অডিট’এর ঘাটতি
  • সঞ্চয় ও ঋণে উচ্চহারের লোভ্যাংশ
  • সফটওয়্যার ব্যবহারে অনিহা
  • পরিপূর্ণ ও যুগোপযোগী সফটওয়্যারের দুষ্প্রাপ্যতা

আমাদের সহযোগী প্রতিষ্ঠানসমূহ