স্বস্তি

USHARALO CO-OPERATIVE CREDIT UNION LTD

গাইবান্ধার স্বনামধন্য সমবায়ী প্রতিষ্ঠান ‘ঊষার আলো কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতি ও শৃঙ্খলা আনয়নের জন্য স্বস্তি’র ঋণকার্যক্রম সফটওয়্যার ‘Swost-CoopBank247’ ব্যবহার শুরু করেছেন। সম্প্রতি এ উপলক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। স্বস্তি লি: দেশের ১ম মোবাইল-বেজড্, স্বয়ংক্রিয় ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা পদ্ধতি।